তিনি বলেন, আগামী নির্বাচন যেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না হয়, সে জন্য আগে প্রয়োজন মৌলিক রাজনৈতিক সংস্কার।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে সংস্কার সমন্বয় কমিটি ও জাতীয় নাগরিক পার্টি।
সারোয়ার তুষার বলেন, নির্বাচন নয়, আগে চাই সংস্কার—কারণ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্তই হলো গঠনমূলক সংস্কার। তিনি অভিযোগ করেন, যেসব দল এখন নির্বাচনের স্লোগান দিচ্ছে, তাদের অনেকেই প্রকৃতপক্ষে ক্ষমতা দখলের উদ্দেশ্যেই নির্বাচন চান। কিন্তু যারা প্রকৃত গণতন্ত্র চান, তারা আগে সংস্কার নিশ্চিত করতে চান।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে, যখনই কোনো দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখন তারা ক্ষমতার অপব্যবহার করেছে। অতীতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এ ধরনের মনোভাবের কারণেই দেশে বারবার রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।
উচ্চকক্ষ সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে তিনি বলেন, একটি পার্লামেন্টের উচ্চকক্ষ থাকা উচিত, তবে তা যেন সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হয় এবং সংরক্ষিত নারী আসনের মতো পদ্ধতিতে না হয়। এতে গণতান্ত্রিক চর্চায় ছোট ও মাঝারি দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হবে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির লাগাম টানা যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।