
আজ , ৩০ মে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মরণসভায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার চট্টগ্রামে অবস্থান করবেন।
এ উপলক্ষে চট্টগ্রামে এনসিপির নেতাকর্মীদের মাঝে প্রস্তুতি ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শহিদ রাষ্ট্রপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারোয়ার তুষার উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
